কক্সবাজারে বিএনপি নেতার পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির পায়ুপথ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আহমদ।
শনিবার (১২ জুলাই) বিকেলে টেকনাফ-মেরিন ড্রাইভ সড়কের ইমামের ডেইল এলাকায় বিজিবির একটি তল্লাশি চৌকিতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তল্লাশির সময় নুর আহমদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় তার পায়ুপথ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন।
বিজিবির কক্সবাজার সেক্টরের এক কর্মকর্তা জানান, আটক নুর আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, নুর আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ প্রকাশ্যে কিছু বলার সাহস পেত না। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে থেকে তিনি একটি মাদক নেটওয়ার্ক পরিচালনা করতেন বলে দাবি করেন অনেকে। তার পেছনে প্রভাবশালী রাজনৈতিক ছায়া ছিল, যা তাকে প্রশাসনের নজরদারি থেকে দীর্ঘদিন রক্ষা করে আসছিল।
নেটিজেন এবং সচেতন মহল বলছে, বিএনপির একজন দায়িত্বশীল নেতা এভাবে ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত থাকায় দলীয় অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক দলের স্থানীয় নেতৃত্ব যদি মাদকের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়ে, তবে ইয়াবা বিরোধী লড়াই কতটা দুর্বল তা স্পষ্ট হয়ে যায়।
এ বিষয়ে টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।