শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ব্রাহ্মৃনবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৪, ১২ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সব পুড়ে গেছে। তবে, অক্ষত রয়েছে টাকার ভল্টটি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এই ঘটনা ঘটে।

ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন বলেন, 'রাত ২টার দিকে অজ্ঞাত কেউ বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে দ্রুত স্থানীয়দের খবর দেন। স্থানীয়দের সহযোগিতায় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণভাবে নেভায়।'

ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বিজয়নগর ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, 'আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে আগুন নেভানোর কাজ করি। ভেতরে প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে গেছে।'

স্থানীয়রা জানিয়েছে, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে।

বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।'

মমিনুল হক রুবেল/এমটি