ঢাকাসহ চার জেলায় রাতে অগ্নিসন্ত্রাস: ৫ যানবাহনে আগুন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সারাদেশে বিভিন্ন স্থানে যানবাহনে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পর্যন্ত রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে পাঁচটি স্থানে যানবাহনে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।