ঢাকাসহ চার জেলায় রাতে অগ্নিসন্ত্রাস: ৫ যানবাহনে আগুন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সারাদেশে বিভিন্ন স্থানে যানবাহনে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
বুধবার (১২ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পর্যন্ত রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে পাঁচটি স্থানে যানবাহনে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
এরপর, রাত পৌনে তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে একটি হিউম্যান হলার-লেগুনায় আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেই আগুন নেভায়।
এদিকে, রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইল এলাকায় থেমে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
অন্যদিকে, রাত সাড়ে তিনটায় মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে পার্ক করা একটি ট্রাকে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনে।
সবশেষ, ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই পিকআপটি সম্পূর্ণ পুড়ে যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারীর তরফ থেকে ঘটনাগুলোর তদন্ত এবং দোষীদের শনাক্তে কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এমটি



























