চট্টগ্রামে চুরির অপবাদে হোটেলকর্মীকে অমানবিক নির্যাতন
মোবাইল চুরির অভিযোগে এক হোটেলকর্মীকে জনসমক্ষে চুল কেটে শরীরে পোড়া মবিল ঢেলে জনসমক্ষে ঘোরানোর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে চট্টগ্রামেড় আনোয়ারার কালাবিবি দীঘির মোড়ের টানেল রেস্টুরেন্টের সামনে এ ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার ওই যুবক (৩২) কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা এবং নগরের ওই হোটেলের কর্মী।
ঘটনাটির ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবকের মাথার চুল কেটে শরীরে পোড়া মবিল মাখানো হয়েছে। তার চারপাশে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যাদের মধ্যে রেস্টুরেন্টের মালিকও ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ছবিতে এক ব্যক্তিকে লাঠি হাতে দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে টানেল রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মাসুদ (৪৪) ও কর্মচারী মো. ফখরুদ্দিনকে (২৯) গ্রেফতার করে পুলিশ।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদ বলেন, ‘পাঁচ দিন আগে ওই কর্মী আমার রেস্টুরেন্টে কাজ করার পর সহকর্মীর দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে খবর পাই, চট্টগ্রাম শহরের দেওয়ানহাট এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করছে। সেখান থেকে এনে রেস্টুরেন্টের ছেলেরা ওর চুল কেটে দেয়। তবে আমি তাকে মারধর করতে দিইনি।’
আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘মোবাইল চুরির অভিযোগে কর্মচারীকে নির্যাতনের ঘটনায় রেস্টুরেন্টের মালিকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এটি স্পষ্টতই একটি দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন।’
সদ্য সংবাদ/এমটি



























