শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ৭ জুলাই ২০২৫

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুইজনের মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুইজনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছনিয়া আক্তার (১৮) বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা এবং সাইফুল ইসলাম (৩৫) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

সোমবার, ৭ জুলাই দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। তিনি জানান, একদিনে নতুন করে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন ৭৯ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিভাগে মোট ৫ হাজার ৫৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩ জনের।