আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা জুলাই পদযাত্রায় নেমেছি, কিন্তু এখনো আকাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। ময়মনসিংহবাসী যদি আমাদের পাশে থাকেন, তাহলে সেই স্বপ্নের দেশ আমরা নির্মাণ করতে পারব।”
সোমবার (২৮ জুলাই) বিকালে ময়মনসিংহের টাউন হল চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “দেশে এখন সংস্কার প্রক্রিয়া চলছে। ঐকমত্য কমিশন বলেছে, জুলাই সনদ হবে। আমরাও বলেছি—জুলাই সনদ হতেই হবে এবং সেটা ৫ আগস্টের মধ্যেই। নির্বাচন কমিশন, দুদক ও পিএসসি-সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি গঠন জরুরি।”
তিনি আরও বলেন, “নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও বিচারব্যবস্থা ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়। ইনশাআল্লাহ, ৫ আগস্টের মধ্যেই আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করব। এর অংশ হিসেবে আগামী ৩ আগস্ট ঢাকায় এনসিপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ান। জনগণের পাশে থাকুন, তাদের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা নিন।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সদস্য সচিব আক্তার হোসেন, ডা. তাসনিম জারা, সামান্তা শারমীন, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান প্রমুখ।
এর আগে বিকালে জামালপুর থেকে ময়মনসিংহে এসে এনসিপি নেতারা স্থানীয় শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। পরে শহীদ সাগর চত্বরে শ্রদ্ধা জানিয়ে একটি পদযাত্রা নিয়ে টাউন হল সমাবেশে যোগ দেন।