বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের দাফন সম্পন্ন

রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ২৩ মিনিটে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেন।
ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক। জানাজায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু সুফিয়ান, সাবেক মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক অঙ্গনের ব্যক্তিরা।
এর আগে দুপুর ২টা ৩৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে মরদেহ রাজশাহী সেনানিবাসে আনা হয়। পরে তৌকিরের উপশহরের ভাড়া বাসায় নেওয়া হয় মরদেহ, যেখানে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন শেষ শ্রদ্ধা জানান।
পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নেওয়া হয় জানাজার স্থান ও দাফনস্থলে। উল্লেখ্য, মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।