রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১২:৪৮, ২২ জুলাই ২০২৫

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন পাইলট তৌকির

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন পাইলট তৌকির
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহীর সপুরা কবরস্থানে দাফন করা হবে। এর আগে রাজশাহীর উপশহর ইদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

নিহত পাইলটের মামা রফিকুল ইসলাম মঙ্গলবার (২২ জুলাই) সদ্য সংবাদ’কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকেই সপুরা কবরস্থানে তার কবর প্রস্তুত করা হচ্ছে। নগরীর উপশহর এলাকায় অবস্থিত কবরস্থানের মসজিদের পাশে সকাল ১০টার দিকে কবর খোঁড়ার কাজ শুরু হয়।

সোমবার বিকাল পৌনে ৪টার দিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। মৃত্যুর খবর জানার পরপরই তার পরিবারকে ঢাকায় আনা হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকায়। এরপর দুপুর ১টার দিকে আকাশপথে তার মরদেহ রাজশাহীর উদ্দেশে রওনা হবে।

রাজশাহী বিমানবন্দরে পৌঁছানোর পর মরদেহ কিছু সময়ের জন্য নগরীর উপশহরের ভাড়া বাসায় নেওয়া হবে, যাতে আত্মীয়-স্বজনরা শেষবারের মতো তাকে দেখতে পারেন। পরে তাকে সপুরা কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার অধিকাংশই শিশু শিক্ষার্থী। এ মর্মান্তিক ঘটনার পর মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।