শিক্ষা মন্ত্রণালয়ের থেকে শিক্ষকদের অবরোধস্থলে এসে তোপের মুখে মঞ্জু-সাকি
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের অবরোধস্থলে এসে তোপের মুখে পড়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল চারটার দিকে শাহবাগে এ ঘটনা ঘটে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে আসেন তারা। তবে বিক্ষুব্ধ শিক্ষকরা তাদের উদ্দেশে ‘ভুয়া, ভুয়া, দালাল’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুজনই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে স্থান ত্যাগ করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুনায়েদ সাকি বলেন, 'আমরা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসেছি। শিক্ষকরা আলোচনায় আগ্রহী নন বলে জানিয়েছেন। তাদের তিন দফা দাবি মন্ত্রণালয়ে জানিয়ে দেব।'
ভিড়ের মধ্যে তার ফোন হারিয়ে গেছে বলেও জানান তিনি।
অন্যদিকে মজিবুর রহমান মঞ্জু বলেন, 'আমরা শিক্ষা উপদেষ্টা সি আবরারের পক্ষ থেকে কথা বলতে এসেছি। আপনাদের চূড়ান্ত অবস্থান জানতে চেয়েছিলাম।” তখন শিক্ষকরা স্লোগান দিতে থাকেন, “২০ পার্সেন্ট চূড়ান্ত, আর কোনো কথা নয়।'
একপর্যায়ে শিক্ষক প্রতিনিধিরা মাইকে জানান, 'সম্মানিত রাজনীতিবিদরা এসেছেন ঠিকই, তবে আমরা ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে একাধিকবার বসেছি। এখন আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে।'
জবাবে জুনায়েদ সাকি বলেন, 'আপনাদের দাবি আমরা শুনেছি। তবে সরকারের অবস্থানও জানতে হবে। বাস্তবতা বোঝা জরুরি। যদি আপনারা আলোচনা না করতে চান, তাহলে আপনাদের দাবি আমরা মন্ত্রণালয়ে জানিয়ে দেব।'
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় তারা টিএসসির দিক দিয়ে চলে যান। পরে মাইকে ঘোষণা দেওয়া হয়, 'সাকি ভাইয়ের ফোন চুরি হয়ে গেছে।'
এদিকে শিক্ষক ও কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম বলেন, 'পুলিশ আমাদের শহীদ মিনারে যেতে বলেছে, তবে আমরা কোনো আশ্বাস পাইনি। আমাদের কর্মসূচি চলবে।'
তিন দফা দাবিতে চলমান শিক্ষকদের অবরোধে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আশপাশের সড়কগুলোতেও যান চলাচলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।



























