শিক্ষা মন্ত্রণালয়ের থেকে শিক্ষকদের অবরোধস্থলে এসে তোপের মুখে মঞ্জু-সাকি
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের অবরোধস্থলে এসে তোপের মুখে পড়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বুধবার (১৫ অক্টোবর) বিকেল চারটার দিকে শাহবাগে এ ঘটনা ঘটে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে আসেন তারা। তবে বিক্ষুব্ধ শিক্ষকরা তাদের উদ্দেশে ‘ভুয়া, ভুয়া, দালাল’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুজনই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে স্থান ত্যাগ করেন।