সংস্কারে বাধা দিচ্ছে একটি প্রভাবশালী চক্র: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশে সংস্কারের পথে একটি প্রভাবশালী ‘চক্র’ বাধা সৃষ্টি করছে, যার মধ্যে রয়েছে প্রশাসন, ব্যবসায়ী মহল, সেনাবাহিনী, গণমাধ্যম ও ধর্মীয় প্রতিষ্ঠান। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সাফা আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।