শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৩, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ১৯:২১, ১৮ জুলাই ২০২৫

সংস্কারে বাধা দিচ্ছে একটি প্রভাবশালী চক্র: বাণিজ্য উপদেষ্টা

সংস্কারে বাধা দিচ্ছে একটি প্রভাবশালী চক্র: বাণিজ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশে সংস্কারের পথে একটি প্রভাবশালী ‘চক্র’ বাধা সৃষ্টি করছে, যার মধ্যে রয়েছে প্রশাসন, ব্যবসায়ী মহল, সেনাবাহিনী, গণমাধ্যম ও ধর্মীয় প্রতিষ্ঠান। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সাফা আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা একটি ভণ্ডামিপূর্ণ ও অপরাধপ্রবণ চক্র দেখতে পাচ্ছি, যা সমাজের প্রতিটি স্তরে অগ্রগতি ও জবাবদিহিতা বাধাগ্রস্ত করছে। এমনকি জাতীয় মসজিদের ইমামকেও পালিয়ে যেতে হয়েছে, যা সমস্যার গভীরতাকে প্রমাণ করে।’ তিনি এই পরিস্থিতিকে একটি দীর্ঘমেয়াদি সংকট হিসেবে উল্লেখ করেন এবং অতীতের গণআন্দোলনের সঙ্গে এর সম্পর্ক তুলে ধরেন, বিশেষ করে ঐতিহাসিক ৫ আগস্টের অভ্যুত্থানকে উল্লেখ করে বলেন, এটি হাজারো প্রাণের বিনিময়ে সংঘটিত হয়েছিল।

হিসাব ও আর্থিক পেশাজীবীদের প্রতি তিনি আহ্বান জানান, তাদের দায়িত্ব হলো স্বচ্ছ ও ন্যায্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করা। তিনি অর্থনৈতিক ন্যায়বিচার, সম্পদের সুষ্ঠু বণ্টন ও সম্মিলিত সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, ‘যদি আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, তাহলে সঠিক উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সামনে তখনই স্বর্ণালী ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

অর্থ পাচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভুয়া বাণিজ্যের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং আর্থিক বিবরণীতে জালিয়াতি হয়েছে, যা বাংলাদেশের সক্ষমতার তুলনায় অনেক নিচে।

ম্যাক্রো অর্থনীতির প্রসঙ্গে তিনি জানান, অতিমূল্যায়ন রোধে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করছে, তবে তিনি অতিরিক্ত নির্ভরশীলতার বিষয়ে সতর্ক করেন। তাঁর মতে, হস্তক্ষেপের সীমা রয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণে থাকে বিনিময় হার ও সুদের হার।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা এবং বাংলাদেশের এলডিসি (কম লাভের দেশ) উত্তরণের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি, ইউটিলিটি খরচ নিয়ন্ত্রণ ও লজিস্টিক দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। যেহেতু বাংলাদেশ প্রাকৃতিক কাঁচামাল ঘাটতি রয়েছে, তাই উৎপাদনশীলতা ও উদ্ভাবনে জোর দিতে হবে যাতে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা যায়।

রাজনৈতিক, বিচারিক ও হিসাব প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা তুলে ধরে তিনি বলেন, ‘যদি আমরা সত্যিই বাংলাদেশকে তার মর্যাদাপূর্ণ অবস্থানে দেখতে চাই, তবে একটি ন্যায্য বণ্টনভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য মূল প্রবন্ধে বলেন, হিসাবরক্ষকদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বিশেষ করে উন্নয়নশীল দেশে স্বচ্ছতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে। তিনি ব্যাংক, জ্বালানি ও রাজস্ব খাতে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ভবিষ্যৎ সংস্কারের জন্য রাজনৈতিক সদিচ্ছা, সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও কৌশলগত যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেন।

শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য শিল্প খাতের ভূমিকা বিবর্তিত হচ্ছে। তিনি শিল্প প্রতিযোগিতা, টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং ঐক্য, স্বচ্ছতা ও অংশীদারিত্বের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গঠনের আহ্বান জানান।

দক্ষিণ এশীয় হিসাবরক্ষকদের সংগঠন সাফা আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে সার্কভুক্ত দেশ থেকে ৪০০’র বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। ‘সংস্কার। পুনর্দক্ষতা। নতুন কল্পনা: বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে উদ্ভাবন, টেকসইতা ও নৈতিক নেতৃত্বে হিসাব পেশাজীবীদের ভূমিকা গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

সম্মেলনে তিনটি কারিগরি অধিবেশন, কর্পোরেট নেতাদের অংশগ্রহণে ‘Meet the Leaders’ সংলাপ এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ-এর উপস্থিতিতে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।