মেলিসার তাণ্ডবে বিপর্যস্ত তিন দেশ: ক্যারিবীয় দ্বীপপুঞ্জে মৃত্যু কমপক্ষে ৩০
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘মেলিসা’য় তছনছ হয়ে গেছে ক্যারিবীয় অঞ্চলের তিন দেশ—জ্যামাইকা, হাইতি ও কিউবা। প্রাণহানি ছাড়াও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারো ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। পুরো এলাকাজুড়ে এখন বিদ্যুৎ, যোগাযোগ ও ইন্টারনেট সেবা ভেঙে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি ও রয়টার্সের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কেবল হাইতিতেই প্রাণ হারিয়েছেন ২৫ জন। দেশটির উপকূলীয় শহর পেটিট-গোয়াভেতে নদীর পানি উপচে বন্যায় ভেসে গেছে একাধিক বসতি। নিহতদের মধ্যে অন্তত ১০ জন শিশু রয়েছে। ১২ জন নিখোঁজ বলে জানিয়েছে হাইতির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।