রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

হুমকি

হুমকি

টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের প্রার্থী লাভলু, জানালেন তারেক রহমানকে কৃতজ্ঞতা

টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের প্রার্থী লাভলু, জানালেন তারেক রহমানকে কৃতজ্ঞতা

দীর্ঘ কয়েক যুগের নিরলস শ্রম, ত্যাগ, নিষ্ঠার প্রতিদান পেলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা রবিউল আওয়াল লাভলু। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে টাঙ্গাইলের অন্যতম প্রধান দিকপাল লাভলুকে এবার মূল্যায়ন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় বিশজন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে থেকে যোগ্যতম প্রার্থীর হাতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধানের শীষ তুলে দিয়েছেন তিনি। তার এমন যুগোপযোগী সিদ্ধান্তে টাঙ্গাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) আসনের তৃনমূল নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। জনসাধারণের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতেও ভুল করেননি টাঙ্গাইলের ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে পরিচিত লাভলু।