সাংবাদিক ও সমাজকর্মী কায়েশকে হুমকি, থানায় জিডি

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার তরুণ সাংবাদিক ও সমাজকর্মী মো. কায়েশ আহমেদ নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি অভিযোগ করেন, ৬ আগস্ট সেহরাউন্দ এলাকায় এক হামলার ঘটনার ভিডিও ধারণ ও অনলাইনে প্রকাশের পর থেকে তাকে হত্যার হুমকি, মিথ্যা মামলা ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের শিকার হতে হচ্ছে। কায়েশ নেত্রকোনা লাইভ-এর সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ-এর উপজেলা প্রতিনিধি। এছাড়াও তিনি নর্দান ইউনিভার্সিটির ছাত্র ও রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত ভিডিপি সদস্য।
জিডিতে তিনি উল্লেখ করেন, ঘটনার ভিডিও প্রকাশের পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও অজ্ঞাত ২০ জন তাকে হুমকি দিচ্ছে। আগেও তার দোকান থেকে কম্পিউটার চুরি হয়েছিল বলে তিনি দাবি করেন।
জিডিতে দণ্ডবিধির একাধিক ধারা উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক সুরক্ষা আইনে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
কলমাকান্দা থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।