ভোলায় গৃহবধূকে সিঁধ কেটে ঘরে ঢুকে ধর্ষণ, হত্যার হুমকি

ভোলা সদর উপজেলার একটি গ্রামে মধ্যরাতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণ এবং ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. কামাল মাঝির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, এ সময় ভুক্তভোগীর সন্তানদের গলায় দা ধরে হত্যার হুমকি দেন অভিযুক্ত ব্যক্তি।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে ভুক্তভোগী নারীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী জানান, তার স্বামী মাছ ধরতে সাগরে থাকায় তিনি দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে কামাল মাঝি ও তার এক সহযোগী সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তার হাত-পা বেঁধে ধর্ষণ করে। পরে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানো হয় এবং কাউকে কিছু না বলতে হুমকি দেওয়া হয়।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ।
ভোলা সদর হাসপাতালের আরএমও তায়েবুর রহমান জানান, ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন এবং তার প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত কামাল মাঝির মোবাইল নম্বর বন্ধ রয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।