লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকানসংলগ্ন সড়কে দুর্বৃত্তরা জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে, একসময় জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তবে সাম্প্রতিক বছরগুলোতে স্বাভাবিক জীবনে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের সঙ্গে আধিপত্য নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে।