খুতবায় বাধা বিএনপি নেতার, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুমার নামাজের খুতবায় বাধা দেওয়ার ঘটনায় চন্দ্রগঞ্জ থানা বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজীর হাট কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন হাসান নোয়াখালীর বাসিন্দা এবং চাটখিল উপজেলা জামায়াতে ইসলামীর আমির। অভিযুক্তরা হলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূইয়া ও থানা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মুকিত সোহেল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতারা খতিবের বক্তব্য থামিয়ে বলেন, তিনি মসজিদে একদলকে হাইলাইটস করছেন এবং আরেক দলকে ছোট করছেন। তাদের দাবি, খতিব রাজনৈতিক ইঙ্গিত দিয়ে সমাজে বিভাজন সৃষ্টি করছেন। এ সময় খতিব স্পষ্ট করেন যে তিনি কারো নাম নেননি এবং কেবল “জবানের হেফাজত” নিয়ে আলোচনা করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুতবার সময় এম ইউসুফ ভূইয়া ও আবদুল মুকিত সোহেল কয়েকজন অনুসারী নিয়ে বাধা দেন। তবে উপস্থিত মুসল্লিরা পরিস্থিতি শান্ত করেন এবং শেষ পর্যন্ত সবার সঙ্গে তারা নামাজ আদায় করেন।
মসজিদ কমিটির সভাপতি আবদুল কাদের জানান, কয়েক বছর ধরে মহিউদ্দিন হুজুর জুমার নামাজ পড়াচ্ছেন, এর আগে এমন ঘটনা ঘটেনি। তার অভিযোগ, বিএনপি নেতারা পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটিয়েছেন, কারণ তারা ওই মসজিদের নিয়মিত মুসল্লি নন। তিনি বলেন, কোনো আপত্তি থাকলে তা শালীনভাবে জানানো যেত, কিন্তু মসজিদের ভেতরে উচ্ছৃঙ্খল আচরণ করা হয়েছে।
অভিযুক্ত যুবদল নেতা মুকিত সোহেল দাবি করেন, খতিব সরাসরি বিএনপির নাম না নিলেও ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার মতে, খতিব জামায়াতপন্থী হয়ে বক্তব্য দিচ্ছেন।
অন্যদিকে খতিব মহিউদ্দিন হাসান অভিযোগ করেন, বিএনপি নেতারা মসজিদের ভেতরে মব সৃষ্টি করে তাকে হেনস্তা করেছেন। তিনি বলেন, যদি মসজিদ কমিটি বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান না করে, তবে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মসজিদ মিশন জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. জসিম উদ্দিন বলেন, ইমামরা কুরআন-হাদিসের আলোকে বক্তব্য দেন, যা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাখ্যা করা উচিত নয়। মসজিদে বয়ানে বাধা দেওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, যারা ইমামদের আলোচনায় অযথা বাধা দেয়, তাদের হেদায়াতের জন্য দোয়া করতে হবে; প্রয়োজনে সমাজ থেকেও তাদের বয়কট করা উচিত।