লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৩

লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে ৩ জন মারা গেছে এবং আহত হয়েছেন ১০ থেকে ১৫ জন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজুর রহমান ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন।
জানা গেছে, সকাল ৯টার দিকে সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রহমত খালে পড়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও উদ্ধার কর্মীরা এসে খাল থেকে বাসটি উদ্ধার করে এবং বাসের ভেতর থেকে ৩টি মরদেহ খুঁজে পায়।
চন্দ্রগঞ্জ থানার ওসি জানান, হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।