রুশ বাহিনী নতুন করে ইউক্রেনের ১০ এলাকা দখল করল
মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের নতুন ১০টি লোকালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দখলকৃত এসব এলাকা ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশে অবস্থিত। ১৭ থেকে ২৪ অক্টোবরের মধ্যে, অর্থাৎ সাত দিনের মধ্যেই, এই নতুন লোকালয়গুলো দখল করে রুশ সেনারা। একই সময়ে ইউক্রেনীয় বাহিনীর ২২টি অস্ত্রভাণ্ডার ও সামরিক সরঞ্জামের ঘাঁটি ধ্বংস করা হয়েছে রুশ বাহিনীর হামলায়।