বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

রংপুর

রংপুর

‘বড় বউ, ছোট গিন্নি, শ্যালিকা’ নামে ছাত্রীদের সম্বোধন, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ

‘বড় বউ, ছোট গিন্নি, শ্যালিকা’ নামে ছাত্রীদের সম্বোধন, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ

‎কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল মণ্ডলের বিরুদ্ধে একাধিক অনিয়ম, শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে।  অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষকের অপ্রত্যাশিত আচরণ, শিক্ষার্থীদের প্রতি অনুচিত ও বিব্রতকর সম্বোধন, শিক্ষাব্যবস্থায় গাফিলতি এবং এমন কিছু ঘটনার বর্ণনা যা স্কুলের নিরাপত্তা ও শিক্ষার আদর্শকে প্রশ্নবিদ্ধ করে। গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির গণিত ক্লাস চলাকালীন সময়ে শিক্ষক আউয়াল মন্ডল কয়েকজন ছাত্রীকে উদ্দেশ্য করে অনুপযুক্ত ও অস্বস্তিকর মন্তব্য করেন। শিক্ষার্থীদের ‘বড় বউ’, ‘ছোট গিন্নি’, ‘শ্যালিকা’ ইত্যাদি নামে ডাকা হয়; বিয়েসংক্রান্ত অপ্রাসঙ্গিক কথা বলেন। শিক্ষার্থীরা এতে বিব্রত হয় এবং অভিভাবকরা বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানান।

‎নাগেশ্বরী সরকারি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

‎নাগেশ্বরী সরকারি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

‎কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক। শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদাতাদের তালিকা প্রণয়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. সফিকুল ইসলাম মণ্ডল, প্রভাষক মো. জাকির হোসেন এবং নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উপদেষ্টা ডা. মো. সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক মো. রবিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি মো. রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. লিটু মিয়া, কোষাধ্যক্ষ মো. সিহাবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুমসহ সংগঠনের অন্যান্য সদস্য সাঈফ, রশিদ, অন্তর, স্বাধীন, আনোয়ারুল ইসলাম, লাভলু, হেলাল প্রমুখ।

কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙনে শতশত পরিবার নিঃস্ব 

কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙনে শতশত পরিবার নিঃস্ব 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম এলাকায় দুধকুমার নদের ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। নতুন সুইচগেট থেকে পাঁচমাথা পর্যন্ত দীর্ঘ এলাকায় ভয়াবহ ভাঙনে বসতভিটা, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে নিঃস্ব হয়ে পড়ছেন শতশত পরিবার। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক সপ্তাহে এ এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। শুধু চলতি মাসেই প্রায় ৮০টির মতো বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে পরিবারগুলো স্ত্রী-সন্তান নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। তারা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও শত শত পরিবার গৃহহীন হয়ে পথে বসবে। ভাঙনের কারণে পার্শ্ববর্তী একটি বাজার, পাঁচটা মসজিদ, দুইটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি ইবতেদায়ী মাদ্রাসা হুমকির মুখে রয়েছে। খুব দ্রুত ব্যবস্থা না নিলে এগুলো নদীতে হারিয়ে যাবে।