রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ময়মনসিংহ

ময়মনসিংহ

গৌরীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

গৌরীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। দলীয় সূত্রে জানা গেছে, আসনটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন মনোনয়ন পেয়েছেন। এতে ক্ষুব্ধ মনোনয়নবঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা ইকবালের সমাবেশে হামলা চালান বলে অভিযোগ। পরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত হন অন্তত ২০ জন। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ও একটি সমাবেশের মঞ্চ ভাঙচুর হয়।

জামালপুরে দলীয় মনোনয়ন বঞ্চিত  হয়েও হেলিকপ্টারে এসে বিএনপি নেতার গণসংযোগ

জামালপুরে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েও হেলিকপ্টারে এসে বিএনপি নেতার গণসংযোগ

জামালপুরে-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও ঢাকা থেকে হেলিকপ্টারে জামালপুর এসে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

জামালপুরে অপহরণ মামলায় চারজনের যাবাজ্জীবন

জামালপুরে অপহরণ মামলায় চারজনের যাবাজ্জীবন

জামালপুরে অপহরণ মামলায় চারজনকে যাবাজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর ) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মুন্না@মোনাফ এর মজনু মিয়া(২৫), রান্ধনীগাছা গ্রামের মরহুম হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯), মো: আবুল কাশেম এর ছেলে মো: মমিন মিয়া(৪০), ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মো: ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৭)।