গৌরীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
দলীয় সূত্রে জানা গেছে, আসনটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন মনোনয়ন পেয়েছেন। এতে ক্ষুব্ধ মনোনয়নবঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা ইকবালের সমাবেশে হামলা চালান বলে অভিযোগ। পরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত হন অন্তত ২০ জন। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ও একটি সমাবেশের মঞ্চ ভাঙচুর হয়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে কাজ করছে বলে জানিয়েছেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার।
ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বলেন, “দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পক্ষ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
অন্যদিকে হিরনপন্থীরা অভিযোগ করেছেন, ইকবালপন্থীরাই প্রথমে তাদের মহিলা সমাবেশের মঞ্চে হামলা চালান।
গৌরীপুর থানার ওসি মো. দিদারুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অস্থিতিশীলতা এড়াতে যৌথ বাহিনী সতর্ক অবস্থানে আছে।



























