রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ০২:০০, ৫ নভেম্বর ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন রুমা গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন রুমা গ্রেফতার
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

জেসমিন আরা রুমা (২৭) ময়মনসিংহ শহরের মালগুদাম এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আবু তাহেরের মেয়ে। তাঁর স্বামী সুলতান মাহমুদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম রুমার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক জেসমিন আরা রুমা নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ওসি আরও বলেন, বিগত ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর রুমাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।