শুরু থেকেই নির্বাচন সুষ্ঠু ছিল না: রাহুল গান্ধী
বিহার বিধানসভা নির্বাচনে মহাগাঠবন্ধনের শোচনীয় পরাজয়ের পর ভোটের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। যদিও সরাসরি ভোট চুরির অভিযোগ করেননি, তবে ফলাফলে বিস্ময় প্রকাশ করে বলেছেন, `শুরু থেকেই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ছিল না`। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ভোটের ফল প্রকাশের পর এক্সে দেওয়া পোস্টে রাহুল গান্ধী লেখেন, `বিহারের লাখ লাখ ভোটার যারা মহাগঠবন্ধনকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এই ফল সত্যিই বিস্ময়কর। আমরা এমন একটি নির্বাচনে হেরেছি, যা শুরু থেকেই সুষ্ঠু ছিল না।`