রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ফেনী

ফেনী

গরু চুরির মামলায় কারাগারে যাওয়া স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কৃত

গরু চুরির মামলায় কারাগারে যাওয়া স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কৃত

ফেনীর দাগনভূঞায় গরু চুরির মামলায় কারাগারে যাওয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে (৪০) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম কে আর সূর্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এ বিষয়ে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন বলেন, `অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আলা উদ্দিনকে সংগঠনের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই বিজ্ঞপ্তিতে নিজাম উদ্দিন হায়দারকে দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।`