ফের বন্যায় ডুবল ফেনী, সেনাবাহিনী উদ্ধার কাজে
ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ফের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ২১টি স্থানে ভাঙন দেখা দেওয়ায় প্রবল স্রোতে পানি ঢুকে জনপদ তলিয়ে যাচ্ছে। বসতবাড়ি, রাস্তা, ফসলি জমি সবকিছুই প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।