ফেনীতে ভয়াবহ বন্যায় ১০৬টি গ্রাম পানির নিচে, পানিবন্দি লাখো মানুষ
ফেনীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১২২ কিলোমিটার বেড়িবাঁধে ২১টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১০৬টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া বন্যায় কারেন্ট জালে জড়িয়ে এক বৃদ্ধের মৃত্যু ও সাপের কামড়ে একজন আহত হয়েছেন।