ধানক্ষেতে দাঁড়িয়ে মনোনয়ন ‘রিভিউ আবেদন’ বিএনপি নেতার!
ফেনী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল অভিনব এক উপায়ে নিজের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তিনি ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে হাতে “রিভিউ” ইঙ্গিত দিয়ে প্রতিবাদ জানান, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ধানক্ষেতে গিয়ে আলাল উদ্দিন আলাল ওই ভঙ্গিতে ছবি তুলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে “নো ক্যাপশন” লিখে পোস্ট করেন। ছবিটি মুহূর্তেই ফেনীসহ সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন আলাল উদ্দিন আলাল। তবে গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে তিনি ব্যতিক্রমী এই “রিভিউ আবেদন” জানান দলের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে।
পোস্টের নিচে অনেকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।
ফখরুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, “এটাই সৌন্দর্য, আপনার বিচক্ষণতা আবারও প্রমাণিত হলো।”
সায়েদ নামে একজন লিখেছেন, “তরুণ প্রজন্মের পছন্দের মধ্যে আলাল ভাই অন্যতম। আশা করি দল বিষয়টি পুনর্বিবেচনা করবে।”
এএইচ রূপক মন্তব্য করেছেন, “চমৎকার প্রতিবাদের ভাষা, জ্ঞানগর্ভ সংকেত।”
আলাল উদ্দিন আলাল বলেন, “রিভিউ করার বিষয়টি আমার নিজের চিন্তা থেকে এসেছে। অহিংসভাবে দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানানোর উদ্দেশ্যেই এটা করেছি। যেহেতু এখনো মনোনয়ন চূড়ান্ত নয়, তাই রিভিউ আবেদন জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এক সময় ফেনী ছিল ‘লেবানন’ নামে পরিচিত, এখন প্রতিবাদের ধরন বদলে গেছে। সেই পরিবর্তনের প্রতিফলন হিসেবেই এই রিভিউ আবেদন।”
উল্লেখ্য, ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন অধ্যাপক জয়নাল আবদীন, মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, শেখ ফরিদ বাহার, আলাল উদ্দিন আলাল, গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ কয়েকজন নেতা।
গত সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনীর তিনটি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন। এতে ফেনী-১ এ বেগম খালেদা জিয়া, ফেনী-২ এ অধ্যাপক জয়নাল আবেদীন এবং ফেনী-৩ এ আবদুল আউয়াল মিন্টুর নাম ঘোষণা করা হয়।



























