গাজায় ইসরায়েলি হামলায় ২৫৬ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদক মোহাম্মদ আল-মুনিরাউই নিহত হন। মিডিয়া অফিসের বক্তব্যে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ‘গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দিতে এবং তাদের হত্যার চলমান অপরাধ বন্ধ করতে কার্যকর চাপ প্রয়োগ করুন।’