রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টার কার্যালয়

প্রধান উপদেষ্টার কার্যালয়

শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের কারণ জানাল প্রধান উপদেষ্টার কার্যালয়

শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের কারণ জানাল প্রধান উপদেষ্টার কার্যালয়

সম্প্রতি সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। সারা দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মাত্র ২ হাজার ৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত থেকে সরে আসে। কমিটি মনে করে, পরিকল্পনাটিতে গুরুতর ত্রুটি ছিল। এত অল্পসংখ্যক শিক্ষক নিয়োগ দিলে একজন শিক্ষককে ২০টিরও বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হবে, যা বাস্তবসম্মত নয়।

কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিম-প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক, চুক্তি সই

কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিম-প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক, চুক্তি সই

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেনদেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন। এর আগে ড. ইউনূস পুত্রজায়ায় পৌঁছালে তাকে লাল গালিচা  সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দুই নেতার মধ্যে একান্ত বৈঠকে আলোচনার পর দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়।