রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ২২ জুলাই ২০২৫

অর্থ সহায়তার পোস্ট সরিয়ে নিল প্রধান উপদেষ্টার দপ্তর 

অর্থ সহায়তার পোস্ট সরিয়ে নিল প্রধান উপদেষ্টার দপ্তর 
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ চেয়ে দেওয়া প্রধান উপদেষ্টার একটি পোস্ট অল্প সময়ের মধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার পর প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হলেও প্রায় আধা ঘণ্টার মধ্যেই তা মুছে ফেলা হয়।

প্রেস উইংয়ের পক্ষ থেকে দেওয়া ওই পোস্টে জানানো হয়েছিল, আহত ও নিহতদের সহায়তার জন্য যে কেউ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক অনুদান পাঠাতে পারবেন। পোস্টে চলতি হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্যও যুক্ত করা হয়।

তবে কিছু সময় পরই পোস্টটি পেজ থেকে সরিয়ে নেওয়া হয় এবং এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। পোস্টটি সরিয়ে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি দপ্তরের পক্ষ থেকে।

উল্লেখ্য, সোমবার উত্তরায় ভয়াবহ এ দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের সহায়তায় বিভিন্ন দিক থেকে তৎপরতা চললেও এই আর্থিক সহায়তার আহ্বান পোস্ট ও তা প্রত্যাহার প্রশ্ন তুলেছে অনেকের মনে।

সর্বশেষ