রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২৩:০০, ৪ নভেম্বর ২০২৫

শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের কারণ জানাল প্রধান উপদেষ্টার কার্যালয়

শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের কারণ জানাল প্রধান উপদেষ্টার কার্যালয়
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, অল্পসংখ্যক শিক্ষক নিয়োগ দিলে প্রাথমিক শিক্ষা পর্যায়ে এর কার্যকর সুফল পাওয়া যাবে না, বরং এতে বৈষম্যের সৃষ্টি হতে পারে।

পোস্টে বলা হয়, সম্প্রতি সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। সারা দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মাত্র ২ হাজার ৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত থেকে সরে আসে। কমিটি মনে করে, পরিকল্পনাটিতে গুরুতর ত্রুটি ছিল। এত অল্পসংখ্যক শিক্ষক নিয়োগ দিলে একজন শিক্ষককে ২০টিরও বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হবে, যা বাস্তবসম্মত নয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যাখ্যায় আরও বলা হয়, ভবিষ্যতে অর্থের সংস্থান ও প্রশাসনিক সক্ষমতা নিশ্চিত হলে, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সংগীত বিষয়ে স্বতন্ত্র শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া যেতে পারে।

সর্বশেষ