নোবেল বিজয়ীদের সোনালি-কালো প্রতিকৃতির রহস্য কি?
কয়েক দিন আগেই ঘোষণা করা হয়েছে ২০২৫ সালের নোবেলজয়ীদের নাম। প্রতি বছর যেমন নাম ঘোষণার পর আলোচনায় আসে বিজয়ীরা, তেমনি সাম্প্রতিক বছরগুলোতে নজর কাড়ছে আরেকটি বিষয় তাদের সোনালি-কালো প্রতিকৃতি। নোবেল কমিটি সাধারণ রঙিন ছবি বা প্রচলিত পোর্ট্রেটের বদলে এই বিশেষ ধরনের প্রতিকৃতি ব্যবহার করছে, যা এখন নোবেল ঘোষণার এক অনন্য পরিচয়ে পরিণত হয়েছে।