ওমানে নতুন আইনে জরিমানা বিশ হাজার রিয়াল!
২০২৮ সালের জানুয়ারি থেকে ওমানে প্রথমবারের মতো ব্যক্তিগত আয়কর চালু হতে যাচ্ছে। নতুন এই আইন অনুযায়ী, বছরে ৪২ হাজার ওমানি রিয়ালের বেশি আয় করলে সেই ব্যক্তি আয়করের আওতায় পড়বেন। আইনটি ওমানি নাগরিক এবং প্রবাসী উভয়ের জন্যই প্রযোজ্য হবে।