তিব্বতের লুনজে ৩৬টি বিমান শেল্টার, চীন নিয়ে ফের উদ্বেগে ভারত
অরুণাচল প্রদেশের ম্যাকমোহন লাইনের ৪০ কিলোমিটার উত্তরে তিব্বতের লুনজে বিমানঘাঁটিতে ৩৬টি শক্তিশালী বিমান শেল্টার, নতুন প্রশাসনিক ব্লকসহ আরও স্থাপনা গড়ে তুলেছে চীন। এনডিটিভির তথ্যমতে, অরুণাচলের কৌশলগত শহর তাওয়াং থেকে মাত্র ১০৭ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে যুদ্ধবিমান ও ড্রোন মোতায়েনের নতুন সুযোগ তৈরি করেছে বেইজিং—যা ভারতীয় প্রতিরক্ষা মহলে উদ্বেগ বাড়িয়েছে।