নারীদের যন্ত্রণার অভিজ্ঞতা পুরুষদেরও হওয়া উচিত, যে কারণে বললেন রাশমিকা
নতুন ছবি মুক্তির আগেই বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগামী ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি দ্য গার্লফ্রেন্ড। আর এর ঠিক আগে অভিনেত্রী প্রকাশ করেছেন এক ব্যতিক্রমী ইচ্ছা তিনি চান পুরুষদেরও ঋতুস্রাব হোক। ছবির প্রচারে সম্প্রতি রাশমিকা অংশ নেন অভিনেতা জগপতি বাবুর অনুষ্ঠান জয়াম্মু নিশ্চয়াম্মু রা–তে। শোতে সঞ্চালক মজা করে অভিনেত্রীর স্কুল জীবনের একটি ঘটনার প্রসঙ্গ তোলেন এবং জানতে চান, তিনি কি সত্যিই মনে করেন পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত? জবাবে হাসিমুখে রাশমিকা বলেন, হ্যাঁ, ‘আমি চাই পুরুষদেরও ঋতুস্রাব হোক। তখনই তারা বুঝবে, প্রতি মাসে নারীরা কতটা যন্ত্রণা ও অস্বস্তির মধ্যে দিন কাটান। কীভাবে সবকিছু সামলাতে হয়।’