বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য স্পোর্টস

প্রকাশিত: ২০:২৫, ১৫ জুলাই ২০২৫

ভুটানকে উড়িয়ে সাফে হ্যাটট্রিক জয় বাংলাদেশের

ভুটানকে উড়িয়ে সাফে হ্যাটট্রিক জয় বাংলাদেশের
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ভুটানকে ৪-১ গোলে পরাজিত করে এই সাফল্য নিশ্চিত করেছে শান্তি মার্ডি ও মুনকি আক্তারের অসাধারণ নৈপুণ্যে। এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন শান্তি, যা এই আসরের তৃতীয় এবং বাংলাদেশের পক্ষে দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম হ্যাটট্রিকটি করেন মোসাম্মৎ সাগরিকা।

বৃষ্টিতে ভেজা কিংস অ্যারেনার মাঠের পরিবর্তে দ্বিতীয়ার্ধে খেলা হয় প্র্যাকটিস গ্রাউন্ডে, যেটি যেন নতুন উদ্যম এনে দেয় লাল-সবুজ শিবিরে। তবে ম্যাচের শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই গোলের সামনে একা পেমা ইয়াংজমকে পেয়েও সুযোগ হাতছাড়া করেন তৃষ্ণা রানী।

এরপর ১৭ মিনিটে উমেলা মারমার পাস থেকে গোলের সূচনা হয়। তৃষ্ণার শট ফিরলে দ্বিতীয় চেষ্টায় শান্তি মার্ডি গোল করে দলকে এগিয়ে নেন। তবে ৫৩ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে ভুটানের পক্ষে সমতা ফেরান সানগে ওয়াংমো।

৬৭ মিনিটে কর্নার থেকে দ্বিতীয় গোলটি করেন শান্তি। এর তিন মিনিট পর ৭৬ মিনিটে দুর্দান্ত এক একক প্রচেষ্টায় গোল করেন বদলি খেলোয়াড় মুনকি আক্তার। মাঝমাঠ থেকে বল নিয়ে তিনজনকে কাটিয়ে বাঁ প্রান্ত থেকে ডান পায়ের নিখুঁত শটে ভুটানের জাল কাঁপান তিনি।

৭৯ মিনিটে শান্তি মার্ডি নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ভুটানের বিপক্ষে বড় জয় নিশ্চিত করেন। শুকনো মাঠে খেলার সুযোগ পেয়ে প্রতিপক্ষের ওপর আক্রমণের যে প্রতিশ্রুতি ছিল, তা পূরণ করে দেখালেন শান্তিরা।