রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য স্পোর্টস

প্রকাশিত: ১৪:১৬, ৯ জুলাই ২০২৫

সংবাদ সম্মেলনে অনুপস্থিত রিয়াল, নেয়া হতে পারে শাস্তিমূলক পদক্ষেপ!

সংবাদ সম্মেলনে অনুপস্থিত রিয়াল, নেয়া হতে পারে শাস্তিমূলক পদক্ষেপ!
ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর যখন ফাইনালে ওঠার লড়াইয়ে প্রস্তুত স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, তখনই অনাকাঙ্ক্ষিত এক বিড়ম্বনায় পড়ে দলটি।

বুধবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে রিয়ালের কোচ জাভি আলোনসো ও শীর্ষ খেলোয়াড়রা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি।

এর পেছনে প্রধান কারণ ছিল বিরূপ আবহাওয়া। ফ্লোরিডার পাম বিচ থেকে নিউইয়র্কে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে রিয়াল মাদ্রিদের বহনকারী বিমান। এর ফলে নির্ধারিত সময়ের পরে, স্থানীয় সময় রাত ৮:৫২ মিনিটে তারা গন্তব্যে পৌঁছায়। ফলে ফিফা বাধ্য হয়ে সংবাদ সম্মেলন এবং মিক্সড জোন বাতিল করে দেয়।

ফিফার ক্লাব বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অংশগ্রহণ বাধ্যতামূলক। নীতিমালার ৪.৩ (ই) এবং ৪.৫ ধারায় উল্লেখ আছে-এ ধরনের মিডিয়া কার্যক্রমে দলগুলোর উপস্থিতি নিশ্চিত করতে হবে, না হলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে।

তবে এই অনুপস্থিতির কারণে রিয়াল মাদ্রিদ কোনো শাস্তির মুখে পড়ছে না বলে জানিয়েছেন ক্লাবের এক মুখপাত্র। তিনি বলেন, ‘পুরো বিষয়টিই আবহাওয়াজনিত বাধার কারণে ঘটেছে। ফিফার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং বিষয়টি তারা বুঝেছেন।’

অন্যদিকে, প্রতিপক্ষ পিএসজির কোচ লুইস এনরিকে সাংবাদিকদের প্রশ্নে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘তিনি (আলোনসো) এখনো আসেননি? আমি জানতাম না। তবে এটা আমার কাছে বড় কোনো বিষয় নয়। আশা করি তারা নিরাপদেই পৌঁছেছে।’

রিয়াল কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর নিউইয়র্কে ক্যাম্প করার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটি ফ্লোরিডার পাম বিচে থেকে যায়। সেখান থেকেই সেমিফাইনালের প্রস্তুতি নেয় তারা।

শিরোপা না পাওয়ার হতাশা পেছনে ফেলে ক্লাব বিশ্বকাপে জয়ের মধ্য দিয়ে বছরটা শেষ করতে চায় রিয়াল। এখন দেখার বিষয়, পিএসজির বিপক্ষে এই সেমিফাইনাল ম্যাচে কতটা প্রস্তুত তারা মাঠে নিজেদের প্রমাণ করার জন্য।