বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৬:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে যেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা

শ্রীলঙ্কার বিপক্ষে যেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরে প্রথম পরীক্ষাটাই টাইগারদের। সেটাও আবার চির প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার বিপক্ষে।গ্রুপ পর্বে  শ্রীলঙ্কার কাছেই বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।শ্রীলঙ্কা শুধু বাংলাদেশ নয়, গ্রুপের বাকি দগুলোর বিপক্ষেও দাপটের সাথে জিতেছে। সব মিলিয়ে দারুন ছন্দে আছে লংকান বাহিনী। 

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে ইনিসিং শুরু করেছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পারভেজ হোসেনকে সেদিন একাদশে রাখেননি কোচ। সাইফের ‘খণ্ডকালীন’ স্পিন ও আফগান স্পিনারদের বিপক্ষে বাঁহাতি-ডান হাতি সমন্বয় রাখতেই পারভেজকে বসিয়ে সাইফকে খেলানো হয়েছিল।দলের এই সিদ্ধান্ত কাজেও লেগেছিল। ৪০ বলে দুজনে গড়েন ৬৩ রানের জুটি। 

তিনে লিটন দাস, চারে তাওহিদ হৃদয় ও পাঁচে আছেন শামীম হোসেন। সেরা ছন্দে না থাকলেও গত ম্যাচে হৃদয় করেন ২০ বলে ২৬ রান। তাই আজও তাঁর একাদশে থাকার সম্ভাবনা বেশি।তবে গত ম্যাচে সবাইকে হতাশ করেন জাকের আলী। 

ব্যাটিংয়ে রান বাড়াতে গিয়ে আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ খেলে ৪ বোলার নিয়ে। শামীম ও সাইফকে দিয়ে পঞ্চম বোলারের কাজ সারতে গিয়ে ৪ ওভারে বাংলাদেশ খরচ করে ৫৫ রান। আজ একই ভুল না করার কথা টাইগারদের। সে ক্ষেত্রে স্পিনার মেহেদী হাসান কিংবা পেসার তানজিম হাসানকে একাদশে দেখা যেতে পারে।

আফগানিস্তান ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক নাসুম আহমেদ তো থাকছেনই; থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। গত ম্যাচে ২ উইকেট নিয়ে রাজসিক মেজাজে আছেন রিশাদ। পেসার হিসেবে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান/তানজিম হাসান,তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

সর্বশেষ