শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:০২, ১৩ নভেম্বর ২০২৫

যত দ্রুত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, দেশের জন্য ততই মঙ্গল: মির্জা ফখরুল

যত দ্রুত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, দেশের জন্য ততই মঙ্গল: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

যত দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠা করা যাবে, ততই দেশের জন্য মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা রেডিসন ব্লু লহরি হলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন–২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, “যত দ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারব, ততই আমাদের জন্য ভালো হবে। তার মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু করা সম্ভব। আমি হতাশার কোনো কারণ দেখি না।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের চর্চা করতে হবে। আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন একটি জাতি, যারা বারবার গণতন্ত্রের জন্য লড়েছি, সংগ্রাম করেছি, প্রাণ দিয়েছি, কিন্তু গণতন্ত্র চর্চার সুযোগ পাইনি। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তারা আমাদের জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি করেছেন।”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা আজ যে বক্তব্য দিয়েছেন, তা নিঃসন্দেহে অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হতে পারে। তবে এর মধ্যে মতভেদ বা দ্বিমত থাকতেই পারে। মূল বিষয় হলো, আমরা চাই দ্রুত নির্বাচন—যেটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন অনুষ্ঠিত হোক।”