রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:২২, ১৩ নভেম্বর ২০২৫

বিএনপি-জামায়াতের বিভেদে আওয়ামী লীগ লাভবান হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি-জামায়াতের বিভেদে আওয়ামী লীগ লাভবান হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

বিএনপি ও জামায়াতের অভ্যন্তরীণ বিভেদ আওয়ামী লীগকে ফের রাজনীতিতে সুবিধা নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক উইংয়ের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, 'একদিকে জামায়াতের ভাইয়েরা, অন্যদিকে বিএনপির ভাইয়েরা— একজন আজ কর্মসূচি দেয়, আরেকজন কাল দেয়। এই বিভেদের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ।'

তিনি বলেন, 'আমরা যদি সংস্কার না করি, তবে শেখ হাসিনার শাসনতান্ত্রিক কাঠামো বারবার ফিরে আসার চেষ্টা করবে। আমরা কোনো পরিবারের কাছে জীবন বর্গা দিতে চাই না, কারও দাসও হতে চাই না।'

নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হলে আমাদের সমস্যা নেই। তবে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, নইলে পুরো প্রক্রিয়াই হুমকির মুখে পড়বে।'

বর্তমান সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দাবি করে এনসিপির এই নেতা বলেন, 'সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা তাদের জনগণের আস্থা থেকে দূরে সরিয়ে দিয়েছে। গণঅভ্যুত্থানের শক্তি এখনো স্তিমিত হয়নি।'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হবে ১৭ নভেম্বর,  এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য নতুন মাইলফলক।'

অর্থনৈতিক সমৃদ্ধিকে হাতিয়ার করে আওয়ামী লীগ এখন ভীতি ও অস্থিরতা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। 

তিনি বলেন, 'গত ১৫ বছরে তাদের অর্জিত সম্পদ এখনই ব্যবহার হচ্ছে— ককটেল, আগুন, আতঙ্ক ছড়ানোর পাঁয়তারা চলছে।'

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ