অন্তর্বর্তী সরকারের জন্য হাসিনা গর্ত থেকে ষড়যন্ত্র করতে পারছে: ডাকসু ভিপি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) উপ-সভাপতি সাদিক কায়েম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নমনীয়তাকে কাজে লাগিয়ে গর্ত থেকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর সমর্থকরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের সামনে এসব অভিযোগ করেন তিনি।
সাদিক কায়েম বলেন, 'এই হাসিনা ভারত থেকে ভিডিও পাঠাইসে নামানোর জন্য। আমরা জানি গর্ত থেকে কিছু বার হইসে। তাদের আপা নাকি আইতেসে। আমরা খুঁজতেসি, আপনাদের কাছে ইনফর্মেশন থাকলে জানায়েন। ছাত্র-জনতা খুনি হাসিনার দোসরদের যেখানেই পাবে, লাল করে দিবে।'
তিনি আরও বলেন, 'খুনি হাসিনা ও তাঁর দোসরদের বাংলাদেশে কোনো রাজনৈতিক অধিকার নেই এবং তাদের নির্মুল করাই ছাত্র সংগঠনের মূল দায়িত্ব।'
সাদিক কায়েম অন্তর্বর্তীকালীন সরকারকে কটাক্ষ করে বলেন, 'যেখানেই তাদের পাওয়া যাবে, পুলিশে দেবেন। এদের প্রতি কোনো ধরণের সিম্প্যাথি দেখানো যাবে না। গত দেড় বছরে সিম্প্যাথি দেখানোর কারণে ইন্টেরিমরা, যারা শহীদদের রক্তের ওপর বসে আছে; তাদের কারণে খুনি হাসিনা ও তার দোসররা গর্ত থেকে ষড়যন্ত্র করছে। আমরা হুশিয়ার করছি, যারা ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের নির্মূল করা হবে।'
বিএনপি, জামায়াত ও বামপন্থী দলগুলোকে আওয়ামী লীগের বিরুদ্ধে একত্র আন্দোলন পরিচালনার আহ্বান জানান তিনি।
সদ্য সংবাদ/এমটি



























