রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৬, ১৩ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগ পশু: ছাত্রশিবির সভাপতি

আওয়ামী লীগ পশু: ছাত্রশিবির সভাপতি
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে পশুর সাথে তুলনা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, 'মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু।'

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে জাহিদুল ইসলাম বলেন, 'আপনাদের নেত্রী আপনাদের মৃত্যুর মুখে ফেলে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। সেই নেত্রীর কথায় আপনারা এখন ইঁদুর-বিড়াল দৌড় খেলছেন।'

জাহিদুল ইসলাম বলেন, 'হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। কিন্তু ভবিষ্যতে ফ্যাসিস্টদের জন্যে ডাবল লাল কার্ড রেডি করে রাখা হয়েছে।'

শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, 'হাসিনা ভারতে লুকিয়ে থেকে ভিডিও বার্তা দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। অথচ আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে নিয়ে জামাই আদর করা হয়। গত দেড় বছরে প্রায় ৪০ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অন্তত ৩৫ হাজারকে জামিন দিয়েছে।'

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ