রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩২, ১৩ নভেম্বর ২০২৫

৫ আগস্টেই আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: সাদিক কায়েম

৫ আগস্টেই আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্টেই এদেশে আওয়ামী লীগের রাজনীতির অধ্যায় সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রান ফর জুলাই’ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, 'শেখ হাসিনার ঠিকানা আর বাংলাদেশ হবে না। দলটি সহ তাদের গুপ্ত দোসরদের নির্মূল করা হবে।'

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি বলেন, 'রান ফর জুলাই-এর লক্ষ্য জুলাইয়ের চেতনাকে ঐক্যবদ্ধ করা। সবাই ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারকে প্রতিহত করলেও এখন অনেক বিভক্তি এসেছে। সেটাই এখন আমাদের দূর করতে হবে।'

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা হবে। তা ঘিরে ঢাকা ও তার আশপাশের জেলায় বেশকিছু যাত্রীবাহী বাসে আগুন লাগায় দুর্বৃত্তরা। সেটিকে কেন্দ্র করে বুধবার (১২ নভেম্বর) রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ-ছাত্রলীগ বিরোধী মহড়ায় যুক্ত ছিলেন তিনি। 

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ