শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ১২ নভেম্বর ২০২৫

ঐকমত্য কমিশনে ’নোট অব ডিসেন্ট’ ছাড়া গণভোট আয়োজনের বিষয়ে কোন আলোচনা হয়নি: সালাহউদ্দিন

ঐকমত্য কমিশনে ’নোট অব ডিসেন্ট’ ছাড়া গণভোট আয়োজনের বিষয়ে কোন আলোচনা হয়নি: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনে নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এ সময় তিনি জুলাই জাতীয় সনদ, গণভোট নিয়ে তৈরি জটিলতা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা, বিএনপির জোটের অবস্থা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'রাজনৈতিক দলগুলো যে সব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে, তা নিয়ে জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সেই সনদ বাস্তবায়ন করবে, প্রধান উপদেষ্টা এই বক্তব্য থেকে সরে যেতে পারেন না।'

তিনি আরও বলেন, 'এখানে একটি স্পষ্ট ‘ক্ল্যাশ অব ইন্টারেস্ট’ আছে। অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। আমরা রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করতে প্রস্তুত, নির্বাচনে অংশ নেব, জনগণকে উৎসাহিত করব। কিন্তু প্রধান উপদেষ্টা একদিকে সরকারের প্রধান, অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, এই অবস্থানে থেকে তিনি এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা জুলাই সনদের মূল চেতনা থেকে অনেকটা বিচ্যুত।'

অন্তর্বর্তী সরকারের প্রতি নিরপেক্ষ আচরণের আহ্বান জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, 'আমরা আশা করি, সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা জাতিকে বিভক্ত করবে বা অনৈক্য সৃষ্টি করবে।'

সালাহউদ্দিন জানান, সংস্কার কমিশন ও ঐকমত্য কমিশনের সঙ্গে তিন দফা আলোচনার পর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আগে সব দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সনদটি স্বাক্ষর করা হোক এবং সবাই অঙ্গীকার করুক, এই সনদই হবে জাতীয় ঐকমত্যের ভিত্তি।

তিনি বলেন, 'জুলাই সনদে মোট ৮৪টি দফা ছিল। কিছু দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট ছিল। তবে সেই নোট অব ডিসেন্ট মানে কোনো বিরোধিতা নয়, সেখানে উল্লেখ আছে। সংশ্লিষ্ট দলগুলো চাইলে তাদের নির্বাচনী ইশতেহারে বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে পারবে এবং জনগণের ম্যান্ডেট পেলে তা বাস্তবায়ন করতে পারবে।'

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা চাই, সরকার জুলাই জাতীয় সনদের মর্মবাণী অনুযায়ী কাজ করুক। অন্যথায় জাতীয় ঐকমত্য প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, যা দেশের জন্য শুভ হবে না।'

সদ্য সংবাদ/এমটি