রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:৫০, ১০ নভেম্বর ২০২৫

নৌকার ভোট পেতে বেলেল্লাপনা করছে দুই দল: তুষার

নৌকার ভোট পেতে বেলেল্লাপনা করছে দুই দল: তুষার
ছবি: সদ্য সংবাদ

বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নৌকার ভোট পেতে বেলেল্লাপনা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে আয়োজিত ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

সারোয়ার তুষার বলেন, 'রাজনৈতিক দলগুলোর বাধার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার সম্ভব হয়নি। জামায়াত আঙুল বাঁকা-সোজা করার কথা বলছে, বিএনপি বলছে রাস্তায় নামার কথা। এ দুই রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থের বাইরে কোনোকিছুকেই মূল্যায়ন করছে না।'

তিনি আরও বলেন, 'বিএনপি ঐকমত্য কমিশনে জুলাই সনদ ও গণভোটের ব্যাপারে একমত হয়ে এখন অস্বীকার করছে। বিএনপি বলছে জনগণ গণভোট বোঝে না, অথচ বিএনপির জন্মই গণভোটে। আসলে বিএনপি নিজেদের ৩১ দফাই মানছে না।'

জুলাই সনদ প্রসঙ্গে সরকারের সমালোচনা করে এনসিপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, 'সরকার জনগণের সঙ্গে সাপ-লুডু খেলছে। জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ তৈরির পর তা রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দেয়ার কোন দরকার ছিল না। সরকার নিরপেক্ষতার কথা বলতে বলতে নিষ্ক্রিয় হয়ে গেছে।'

তিনি বলেন, 'জুলাই সনদ বাস্তবায়িত না করে নির্বাচন দিলে তা সুষ্ঠু হবে না। ৬৭ শতাংশ নির্বাচনী কেন্দ্র এখনো ঝুঁকিপূর্ণ। কীভাবে নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে? দেশে চলমান অস্থিতিশীলতার জন্য নির্বাচন সুষ্ঠু হবে, এমন ভরসা জনগণ আর পাচ্ছেন না।'

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ