পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা হলে দেশে সরকার গঠন না-ও হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এই পদ্ধতিতে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের নয়, বরং দলের প্রতিনিধি হয়ে যাবেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসি’ শীর্ষক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ বলেন, 'ভোট বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র চলছে। কিছু ব্যক্তি নন-ইস্যু নিয়ে সংকট সৃষ্টি করতে চাইছে। কিন্তু নির্বাচন ছাড়া দেশে কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, আর সরকারের উচিত জনগণের প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করা।'
ভোটের জন্য ফেব্রুয়ারিকেই নিরাপদ সময় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, 'এর পরে যাওয়ার সুযোগ নেই। পিআর পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই, এই ষড়যন্ত্রমূলক প্রক্রিয়া থেকে দেশকে রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'
সদ্য সংবাদ/এমটি



























