শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২০:৩৭, ৩ নভেম্বর ২০২৫

বিএনপির প্রার্থীর তালিকায় নেই রুহুল কবীর রিজভী

বিএনপির প্রার্থীর তালিকায় নেই রুহুল কবীর রিজভী
সংগৃহীত ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে ঘোষিত প্রার্থী তালিকায় নেই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নাম। ঢাকা-৯ আসনে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত সেই আসনে কারও নাম ঘোষণা করা হয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, প্রাথমিকভাবে ২৩৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এখনো ৬৩টি আসনে সিদ্ধান্ত হয়নি। এসব আসনে যুগপৎ আন্দোলনের অংশীদার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী ধাপে প্রার্থী চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, ‘আজ আমরা ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছি। বাকি আসনগুলোতে আমাদের মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’