গণভোটসহ পাঁচ দাবিতে ইসির সামনে ইসলামী দলগুলোর বিক্ষোভ
জুলাই সনদের আইনি স্বীকৃতি ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ দেশের আটটি ইসলামী রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা সকাল থেকেই বিক্ষোভে অংশ নেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন ভবনের সামনের সড়কে সমাবেশ করে, আর জামায়াতে ইসলামী মেট্রোরেল স্টেশনের পাশে পাকা মার্কেট সংলগ্ন এলাকায় অস্থায়ী মঞ্চ তৈরি করে কর্মসূচি পালন করে। বাকি দলগুলোও পৃথক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, 'জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করে আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তা না হলে অতীতের মতোই জনগণের আস্থা হারাবে বর্তমান নির্বাচন কমিশন।'
গত ৩০ সেপ্টেম্বর থেকে ইসলামী দলগুলোর এই জোট পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। চলমান আন্দোলনের চতুর্থ পর্বে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয় গত ১৯ অক্টোবর। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইসির উদ্দেশে স্মারকলিপি পেশ করার কর্মসূচি পালন করছে তারা।
পাঁচ দফা দাবি:
১️. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন;
২️. জাতীয় সংসদে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু;
৩️. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত;
৪️. বর্তমান সরকারের ‘জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির’ বিচার দৃশ্যমান করা;
৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
দলগুলোর নেতারা জানান, দাবি পূরণ না হলে আন্দোলনের পরবর্তী ধাপে দেশব্যাপী মহাসমাবেশ ও কর্মসূচি ঘোষণা করা হবে।
সদ্য সংবাদ/এমটি



























