উপদেষ্টাদের কারা ষড়যন্ত্রে লিপ্ত সে রেকর্ড আছে: তাহের
অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে নিয়োগ ও প্রশাসনকে দলীয়করণের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সংক্রান্ত রেকর্ডও তাদের কাছে রয়েছে বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎসভবনের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
তাহের বলেন, 'একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতির পছন্দের ভোটে কার্যকরী সংসদ গঠন হবে। অথচ, প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে।' তিনি আরও বলেন, 'দলীয়করণে ডিসি, এসপি ও ইউএনও নিয়োগ দেয়া হচ্ছে। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষের হয়ে নিয়োগ নিয়ন্ত্রণ করছে। কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আছে, আমাদের কাছে এর রেকর্ড আছে।'
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, 'প্রশাসনের ভেতরে চলমান ষড়যন্ত্র ঠেকাতে হবে এবং এই বিষয়ে দ্রুত মনোযোগ দিতে হবে। নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।'
তাহের আরও বলেন, 'যেসব উপদেষ্টা একটি দলকে বিশেষ সুযোগ করে দিচ্ছেন, তাদের প্রত্যাহার করুন। নভেম্বরে গণভোট দিন। পিআর দাবি মেনে নিন। খুনিদের বিচার করুন। সুষ্ঠু ও ন্যায়পরায়ণ বিচার করুন। যেনতেন বিচার জামায়াত চায় না।'
জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা করতে গণভোটকে বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'স্বেচ্ছাশক্তি থাকলে ২১ দিনেই গণভোট করা সম্ভব এবং নির্বাচনের আগে গণভোট হলে সম্ভাব্য ত্রুটি ধরা পড়বে।'
মানববন্ধনে তিনি প্রতিশ্রুতি দেন, 'জামায়াত জনগণের জন্য রাজনীতি করবে। জামায়াত ক্ষমতায় গেলে কৃষকের সব ঋণের সার্টিফিকেট মামলা তুলে ফেলা হবে।'



























